আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সমাবেশ ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টায় শপথ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাঃ সেলিম হোসাইন এর সভাপতিত্বে এবং বিশ্ব বিদ্যালয় সম্পাদক ডি.এম ফয়সালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মাওঃ হেলাল আহমাদ।
তিনি তার বক্তব্যে বলেন, ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সর্বত্র বাংলা ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি অবহেলিত ও বিলুপ্তির পথে। তাই সর্বত্র বাংলা ভাষা ও সংস্কৃতি প্রচলন করতে হবে।
সভাপতির বক্তব্যে মু. সেলিম হোসাইন বলেন, উপনিবেশক চেতনা পরিহার করে হাজার বছরের ইসলামী বিধৌত বাঙ্গালী সংস্কৃতি চর্চা করতে হবে।
সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে একটি বর্ণমালা মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষীণ করে শহরের বিপনীবাগস্থ দলীয় কার্যলয় এর সামনে এসে শেষ হয়।