ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
কামরুজ্জামান ॥
প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২১
ফরিদগঞ্জে মো. জুমন খান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রাম থেকে ৫০ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সাহাপুর গ্রামের মনু মিয়া খানের ছেলে জুম্মান খান। জুম্মান দির্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।