আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কচুয়া পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কচুয়া বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো.হেদায়েত মুন্সি। গত সোমবার কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.সাদেক মুন্সিসহ দলীয় সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহের শেষে এক প্রতিক্রিয়ায় হেদায়েত মুন্সি বলেন, আমি আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।