হাজীগঞ্জে নিখোঁজের ৩ দিনপর মো. আবু বকর বাপ্পী (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। গতকাল ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার সোলেমান বেপারী বাড়ির পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
মো. আবু বকর বাপ্পী হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের আলহাজ্ব সেলিম মিয়ার বড় ছেলে। তার স্ত্রী, পুত্র আব্দুল্লাহ্ (৫) ও কন্যা আদিবা (৩) সন্তান রয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৮টায় নিখোঁজ হয় বাপ্পী। এরপরের দিন শনিবার তার বাবা হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করে, যার নাম্বার ১০৪১।
থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে স্থানীয়রা পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার সোলেমান বেপারী বাড়ির পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এর মধ্যে পরিবারের লোকজন এসে বাপ্পীর মরদেহ শনাক্ত করে।
নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ব্যবসায়ী বাবার ব্রিক ফিল্ড ও সিএনজি গ্যাস ষ্টেশনের ব্যবসা দেখাশুনা করতেন বাপ্পি। শুক্রবার রাতে বাপ্পি নিখোঁজ হলে শনিবার থানায় ডায়েরি করা হয়। থানায় ডায়েরি করার ২ দিন পর তার বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরের একটি পুকুর থেকে বাপ্পির মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসান ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, ডায়েরি করার সূত্র ধরে আমরা প্রযুক্তির মাধ্যমে দেখেছি নিহতের অবস্থান হাজীগঞ্জ বড় মসজিদ এলাকাস্থ টাওয়ার দেখিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে।