চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিন্ত্রয়ন অধিদপ্তরের নিয়মিত অভিযানে শহরের বড় স্টেশন এলাকা থেকে ৬৫ গ্রাম গাঁজাসহ আটক মো. শুক্কুর আলী (৪০) ও তার স্ত্রী কামরুন্নেসা (৪২) কে কারাদন্ড ও নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালকের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় বড় স্টেশন এলাকার ৩ নং কয়লা ঘাটের শুক্কুর আলীর বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী মোঃ শুক্কুর আলী পিতা-আব্দুল কাদির এবং কামরুন্নেসা (৪২)স্বামী-শুক্কুর আলীকে ৬৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আসামীদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসা করছে। তারা পরস্পর স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে একাধীক মাদক মামলা রয়েছে।