লঞ্চঘাটে ২টি দোকান উচ্ছেদে ব্যসায়ীদের মাথায় হাত
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই, ২০১৫
চাঁদপুর শহরের মাদ্রাসা রোড, নতুন লঞ্চঘাটে হঠাৎ কোন ঘোষণা ছাড়াই ২টি টং দোকান ভেঙ্গে দেয়ায় দুই গরীব ব্যবাসয়ীর মাথায় হাত। ব্যবসায়ী ফারুক বেপারী ও আলী আহাম্মদ বেপারী বিগত এক বছর যাবৎ লঞ্চঘাটে বিআইডব্লিউএ-কে নিয়মিত চাঁদা দিয়ে দু’জনই ২টি টং দোকান চা, পান, রুটি কলার ব্যবসা করে আসছে। ১৩ জুলাই দোকান পরিচালনা করে বাড়িতে গেলে পরের দিন ১৪ জুলাই দোকান খুলতে এসে দেখে দোকান দু’টি ভেঙ্গে ফেলা হয়েছে। এতে তারা ৩০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হয়েছেন। তারা জানায়, বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে কোন রকমে দোকান চালিয়ে ছেলে-মেয়েদের নিয়ে জীবন-যাপন করে আসছিলো। দোকান দু’টি বন্ধ করে দেয়ায় কিস্তির টাকার লোকজন প্রতিদিন এসে ভিড় জমাচ্ছে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে মারাত্মক সমস্যা পড়েছেন। মানবিক দিক বিবেচনা করে দোকান দু’টি পুনরায় চালু করার অনুমতি দিলে হত দরিদ্র পরিবারটি জীবন-যাপন করিতে পারিবে।