চাঁদপুর ই হক কোচিং সেন্টারের ইফতার
মুহাম্মদ আলমগীর
প্রকাশ : ১৬ জুলাই, ২০১৫
চাঁদপুর শহরের মুন্সেফপাড়ায় অবস্থিত ই হক কোচিং সেন্টারের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ইফতার মাহফিলে অংশ নেন শিক্ষাথীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন। ইফতার পুর্বে বক্তব্য রাখেন সেন্টারের পরিচালক ডি কে মৃনাল।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ডি কে মৃদুল, ইয়াসিন খান, আর এইচ বিন্দু, সরোয়ার হোসেন, রনি, ছোটন, জসিম, সুব্রত, মাহবুব, শিক্ষিকা রাহিমা, সানজিদা, অন্তরা প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।